বিশ্বের সর্বাধিক জনপ্রিয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন BTV এর গাছ প্রিতি!!! হায়রে দেশের অবাগা জাতি
লিখেছেন লিখেছেন মিষ্টার আলিফ ০১ এপ্রিল, ২০১৩, ০৬:২১:২৪ সন্ধ্যা
বিশ্বের একমাত্র জনপ্রিয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন BTV এর গাছ প্রিতি এখন হরহামেশা গাছের জন্য মায়া কান্না করছে। আজ দীর্ঘক্ষন জামাত-শিবির কর্তৃক কক্সবাজারে কোন এলাকায় গাছ কর্তন করে সড়ক অবরোধ করেছে বলে খবর প্রচার করেছে। বিটিভি কর্তৃপক্ষ পুলিশের গুলিতে নিহত কোন মানুষের খবর প্রচার করতে সৎসাহস দেখাতে পারেনি। আমরা যতটুকু জানি বাংলাদেশের মানুষ এখন এমন খাদ্য খাওয়ার ফলে বদহজম হচ্ছে। এতে করে সরকারের বরং ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বিটিভি কলাকৌশরীরা মানুষের প্রতি সামান্যতম সহানুভুতি দেখাতে যেন উদাসিন। আমরা প্রার্থনা করবো যাতে তাদের সঠিক খবর প্রচারে উদগ্রীভ হয়।
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন